আমি এ এম সি ( রোমেল) জন্ম আমার সিলেটেই, 2006 সালে বিএসএস অনার্সে লেখাপড়ার পাশাপাশি কুলাউড়া আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং সিলেট ওসমানী আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষকতা পেশা চালিয়ে যাই 2010 সাল পর্যন্ত। মোটকথা শিক্ষকতা পেশার আদর্শিক জায়গা থেকে আমার লেখালেখির জীবন শুরু হয় প্রথম দিকে বিভিন্ন ব্লগে ছন্দ নামে লেখালেখি শুরু করি তারপর সোশ্যাল মিডিয়ায় /অনলাইন মিডিয়ায় তারপর প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় । 2011 সালে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে আসি এবং 2015 সালে লন্ডন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর 2016 সালে ফ্রান্সে এসে ফ্রান্সের একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে স্থায়ী চাকুরী জীবন শুরু করি। সেই থেকেই আবারো বিভিন্ন অনলাইন পোর্টালে যেমন (কেবিসি নিউজ ,আমাদের কথা টোয়েন্টিফোর ডটকম, ইউরোভিশন, ইউরো বাংলা টিভি,
ফ্রান্স দর্পণ, ফেইস দ্যা পাবলিক, পিবিটিভি ফ্রান্স) এবং অনলাইন মিডিয়ায় লেখালেখির পাশাপাশি , ভিডিও নিউজ এডিটিং, টকশো সঞ্চালনা / উপস্থাপক ও ইউটিউব এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি । 2019 সাল থেকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দৈনিক পত্রিকা ডেইলি মানবজমিনের ফ্রান্স করেসপনডেন্ট হিসেবে নিয়োজিত আছি।2020 সাল থেকে মানবাধিকার সংগঠন ভয়েজ ফর গ্লোবাল বাংলাদেশীজ এর এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নিয়োজিত আছি। সর্বশেষ 2022 সালে এসে ইউরোপের মুলধারার সাংবাদিকদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাথে যুক্ত আছি। সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা এবং এই পেশায় একজন সংবাদকর্মী হিসেবে যতদিন পর্যন্ত আদর্শিক জায়গাটা ধরে রাখতে পারবো ততদিন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে এবং অধিকার বঞ্চিত মানুষের পক্ষে লেখালেখি যুদ্ধ চালিয়ে যাব।