অনুচ্ছেদ ২

ক) স্থায়ী সদস্য: 

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ সমূহে কর্মরত সাংবাদিক-অর্থাৎ সেই সব সাংবাদিক যারা সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেসরকারি বেতার ও টেলিভিশনে,নিবদ্ধনকৃত অনলাইন পোর্টালে ৬ মাস কিংবা তারও বেশি সময় ধরে কর্মরত রয়েছেন। স্থায়ী সকল সদস্য হবেন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক।

খ) সহযোগী সদস্য: 

কোন স্থায়ী সদস্য চাকরি হারালে কিংবা সংবাদপত্র অথবা কোন মিডিয়ায় কাজ করা থেকে বিরত থাকলে তিনি সহযোগী সদস্য হবেন। তার কোন ভোটাধিকার থাকবে না।

অনুচ্ছেদ (৩)

ক) ক্লাবের স্থায়ী সদস্যরা কেবল ক্লাবের সদস্য হবেন এবং ক্লাবের সদস্যরাই শুধু সভায় ভোটদানের অধিকার ভোগ করবেন, নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচনের প্রস্তাবক ও সমর্থক হতে অথবা ভোট দিতে পারবেন এবং কমিটির সদস্য হতে পারবেন

খ) ক্লাবের সদস্য নবায়ন কিংবা নতুন সদস্য নির্বাচনের জন্য একটি তিন সদস্যের বাছাই কমিটি থাকবে। সদস্যদের আবেদন যাচাই-বাছাই শেষে তা নির্বাহী কমিটিতে উপস্থাপন করবেন। নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ক্লাবের সদস্য নির্বাচিত হবেন।