একুশে টেলিভিশন এর স্পেন প্রতিনিধি হিসেবে ২০০৯ইং সাল হতে সাংবাদিকতায় হাতে খড়ি, পরবর্তিতে চ্যানেল নাইন ,বাংলা টিভি এবং বর্তমানে এনটিভি ইউরোপ এর স্পেন ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন, তিনি সিলেটের দক্ষিণ সুরমায় ১৯৭৭ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে এম সি কলেজ থেকে আই এস সি ও ৯৮ সালে প্যারামেডিকেল থেকে ফার্মাসিস্ট এ ডিপ্লোমা অর্জন করেন।

২০০৩ সাল থেকে স্পেনের মাদ্রিদে স্থায়ীভাবে বসবাস করছেন। বর্তমানে তিনি অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি নিজ এলাকার উন্নয়ন, দরিদ্রতা বিমোচন ও শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন ই-ফর্ট এর প্রতিষ্টাতা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সাথে সাথে ইউরোপের বেশ কিছু সামাজিক সংগঠনের নেতৃত্বে দীর্ঘদিন থেকে রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি নিজ ব্যবসা প্রতিষ্ঠান গুলো পরিচালনা করছেন। তিনি ২ পুত্র এবং ২ কন্যা সন্তানের জনক।