অনুচ্ছেদ ১
(ক) ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ সমূহে কর্মরত প্রবাসী বাংলাদেশী মূল ধারার সাংবাদিকরাই এই সংগঠনের সদস্য হতে পারবেন।
(খ) অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সভায় সদস্যদের দ্বারা ভিন্নভাবে নির্ধারিত না হলে অনূর্ধ্ব ৩১ জন সদস্য নিয়ে আয়েবাপিসি গঠিত হবে।
(গ) মূল ধারার যেকোনো সাংবাদিক প্রাপ্তবয়স্ক এবং ক্লাবের তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট, এর লক্ষ্য ও আদর্শের সঙ্গে একাত্ম ও আস্থাশীল, তিনি সদস্য পদের অযোগ্য হবেন, যদি-
(১) তিনি সদস্যপদের জন্য প্রয়োজনীয় শর্ত সমূহ পূরণ করেন এবং ক্লাবের নিয়ম মেনে চলতে সম্মত হন
(২) তিনি ক্লাবের মাসিক অথবা বার্ষিক চাঁদা নিয়মিত পরিশোধ করেন,
(৩) তার সদস্যপদ লাভে নির্বাহী কমিটি অনুমোদন করে। প্রত্যেক সাংবাদিকই ক্লাবের সদস্যপদ লাভ করতে পারেন যদি তিনি সদস্যপদের জন্য নির্ধারিত ফরমে আবেদন করেন এবং কমিটির দ্বারা সদস্য পদে নির্বাচিত হন এবং ক্লাবে তার প্রবেশ ফি ও প্রাথমিক চাঁদা পরিশোধ করেন।
অনুচ্ছেদ ২
ক) স্থায়ী সদস্য:
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ সমূহে কর্মরত সাংবাদিক-অর্থাৎ সেই সব সাংবাদিক যারা সংবাদপত্র, সংবাদ সংস্থা, বেসরকারি বেতার ও টেলিভিশনে,নিবদ্ধনকৃত অনলাইন পোর্টালে ৬ মাস কিংবা তারও বেশি সময় ধরে কর্মরত রয়েছেন। স্থায়ী সকল সদস্য হবেন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক।
খ) সহযোগী সদস্য:
কোন স্থায়ী সদস্য চাকরি হারালে কিংবা সংবাদপত্র অথবা কোন মিডিয়ায় কাজ করা থেকে বিরত থাকলে তিনি সহযোগী সদস্য হবেন। তার কোন ভোটাধিকার থাকবে না।
অনুচ্ছেদ (৩)
ক) ক্লাবের স্থায়ী সদস্যরা কেবল ক্লাবের সদস্য হবেন এবং ক্লাবের সদস্যরাই শুধু সভায় ভোটদানের অধিকার ভোগ করবেন, নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচনের প্রস্তাবক ও সমর্থক হতে অথবা ভোট দিতে পারবেন এবং কমিটির সদস্য হতে পারবেন
খ) ক্লাবের সদস্য নবায়ন কিংবা নতুন সদস্য নির্বাচনের জন্য একটি তিন সদস্যের বাছাই কমিটি থাকবে। সদস্যদের আবেদন যাচাই-বাছাই শেষে তা নির্বাহী কমিটিতে উপস্থাপন করবেন। নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ক্লাবের সদস্য নির্বাচিত হবেন। প্রবেশ ফি ও মাসিক চাঁদা
অনুচ্ছেদ ৪
ক) সদস্যপদ অর্জনের পর সকল সদস্য, সহযোগী সদস্য নির্বাহী কমিটির বিভিন্ন সময়ে নির্ধারিত হারে তাদের মাসিক চাঁদা প্ররিশোধ করবেন। ক্লাবের সাধারণ সভায় অনুমোদিত না হওয়া পর্যন্ত নয়া নির্ধারিত কোনে চাঁদার হার বলবৎ হবে না। ক্লাবের সকল সদস্যকেই চাঁদা আগাম পরিশোধ করতে হবে। সাধারণ সভায় অনুমোদনের পরবর্তী মাস থেকে পুনঃনির্ধারিত চাঁদার হার কার্যকর হবে।
অনুচ্ছেদ ৫
সদস্য নির্বাচন
সদস্য পদের জন্য নির্ধারিত ফরমে আবেদনকারী প্রত্যেক প্রার্থীর নাম প্রস্তাব করতে হবে ক্লাবের কোনো একজন সদস্যকে এবং তা সমর্থন করতে হবে অপর কোনো একজন সদস্যকে (প্রার্থীকে তার প্রস্তাবক ও সমর্থকের কাছে ব্যক্তিগতভাবে পরিচিত হতে হবে) এবং প্রস্তাবক ও সমর্থকের মধ্যে যে কোন একজনকে নির্ধারিত ফরমে প্রার্থীর অতীত কার্যকলাপ, সাংবাদিকতার মেয়াদ অর্থাৎ তিনি কত দিন সাংবাদিকতায় বা অনুরূপ পেশায় নিয়োজিত আছেন, তৎসহ তার বর্তমান চাকরির প্রকৃতি এবং তিনি কতদিন ধরে প্রার্থীকে চেনেন, সে সম্পর্কে সম্পাদকের কাছে একটি লিখিত বিবরণ দিতে হবে।
অনুচ্ছেদ ৬
ক) কমিটি প্রয়োজন মনে করলে প্রস্তাবক কিংবা তাদের প্রার্থীর মনোনয়নের সমর্থনে কমিটির সামনে হাজির হওয়ার জন্য থাকতে হবে। সদস্য পদের জন্য লিখিতভাবে দরখাস্ত করতে হবে এবং তাতে আবেদনকারী এবং তার প্রস্তাবক ও সমর্থকের সুস্পষ্ট স্বাক্ষর থাকতে হবে। আবেদনপত্র ক্লাবের সম্পাদকের বরাবরে পাঠাতে হবে। ক্লাবের সম্পাদকের কাছে আবেদনের নির্ধারিত ফরম পাওয়া এবং সেই নির্ধারিত ফরমেই সদস্য পদের জন্য আবেদন করতে হবে। প্রস্তাবক অথবা সমর্থককে অবশ্যই এই মর্মে লিখিতভাবে অঙ্গীকার করতে হবে যে, তার মনোনিত প্রার্থী যদি কখনো তার বকেয়া মাসিক চাদা পরিশোধ না করেন, তাহলে তিনি নিজে সেই অর্থ পরিশোধের জন্য দায়ী থাকবেন।
খ) সদস্য পদপ্রার্থী সকল আবেদনকারীকে তাদের আবেদনপত্রের সঙ্গে একত্রে অফেরতযোগ্য আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) ইউরো সাধারণ সম্পদকের কাছে জমা দিতে হবে। এ ফি ছাড়া কোন আবেদনপত্রই গৃহিত হবে না।