ক) সাংবাদিকতা পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাহিত্য ও সাংস্কৃতিক রুচির উন্নয়ন ও চর্চা এবং তাদের সাহিত্য-শিল্প প্রতিভার বিকাশ ও উন্নয়নে সাহায্য করা,

খ) সুস্থ সাংবাদিকতা ও সাহিত্যের উন্নয়ন এবং ঐতিহ্য গড়ে তোলা;

গ) গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং সভা-সমাবেশ, সিম্পোজিয়াম নাট্য অনুষ্ঠান, ক্রীড়া ও খেলাধুলার আয়োজন এবং সংশ্লিষ্ট অন্যান্য তৎপরতায় সাংবাদিকদের সুবিধা বিধান করা;

ঘ) সাংবাদিকদের নিজস্ব রচনা প্রকাশের সুবিধা করে দেয়া এবং তা বিμয় ও বন্টনে সহায়তা করা;

ঙ) উল্লেখিত লক্ষ্য অর্জনে উৎসাহিত করতে সাংবাদিকদের বৃত্তি দেওয়া এবং পুরস্কৃত করা;

চ) বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশে সাংবাদিকদের সফরের আয়োজন করা এবং পারস্পরিক শুভেচ্ছা ও সমঝোতার উন্নয়নে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো;

ছ) ক্লাবের লক্ষ্য অর্জনে নিজস্ব সংবাদপত্র ,সাময়িকী প্রতিষ্ঠা করা, পাঠকদের জন্য পাঠ কক্ষের ব্যবস্থা করা এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করা;

জ) ক্লাবের ব্যয় নির্বাহের জন্য চাঁদা, দান ও ফিস সংগ্রহ করে তহবিল গঠন করা এবং অর্থ অনুদান হিসেবে গ্রহণ করা

ঞ) ক্লাবের একটি প্রতীক চিহ্ন (লোগো) ও একটি পতাকা থাকবে এবং তা আমাদের পেশাগত সার্বজনীনতা ও বাংলাদেশের জাতীয় সংগ্রামের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নিয়মাবলী ও প্রবিধান সমূহ ।