বকুল খান ১৯৯৬ সালে কলেজে পড়াকালীন সময়ে সাংবাদিকতা শুরু | সিলেটের স্থানীয় দৈনিক থেকে জাতীয় পত্রিকায় প্রতিনিধিত্ব করেন |বাবার চাকুরের সুবাদে জম্ম থেকে বেড়ে উঠা সিলেট শহরে |পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ায় |সেখানেও তৃনমুল পর্যায়ে বহুমাত্রিক সাংবাদিকতার জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা সহ বিভিন্ন জাতীয় পত্রপত্রিকার প্রতিনিধি হিসেবে ছিলেন |দুইহাজার পাঁচ সালে পাড়ি বিলেত | প্রবাসের ব্যস্ত জীবনে সাংবাদিকতার ব্যত্যয় ঘটেনি, দুইহাজার নয় সালে স্থায়ীভাবে নোঙ্গর ফেলেন ভূমধ্যসাগরে দেশ স্পেন দ্বায়িত্ব পালন করছেন ,