জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলা সদরের কলেজ কোয়ার্টারে। ১৯৯২ সনে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। বৃন্দাবন সরকারি কলেজ থেকে বিএ পাশ করে ঢাকার প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০০০ সালে হবিগঞ্জের প্রথম দৈনিক পত্রিকা ‘ প্রতিদিনের বানী’তে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতায় নাম লেখান। ২০০৫ সালে দৈনিক খোয়াই পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে যোগদানের পর ওই বছরই দেশের বর্তমান বেসরকারি টেলিভিশন ‘বাংলাভিশন’ সম্প্রচার শুরু হলে ফেরদৌস করিম আখঞ্জী হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পান। এর ২ মাস পরই তিনি টেলিভিশনের পাশাপাশি প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের সম্পাদনায় আলোচিত দৈনিক যায়যায় দিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দেশ ছেড়ে ইংল্যান্ডে আসার পুর্ব পর্যন্ত বাংলাভিশন টিভি ও যায়যায়দিন পত্রিকার জেলাপ্রতিনিধি এবং দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি লন্ডনের চ্যানেল এস টেলিভিশনে লাগভরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্টাতা সদস্য হবিগঞ্জ জেলা নাটাবের দুইবারের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের এশিয়ান টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৭ সাল থেকে বাংলাদেশের জনপ্রিয় নিউজ চ্যানেল ‘নিউজ টুয়েন্টি ফোর’ টেলিভিশন এবং আমেরিকার বাংলা ‘টিবিএন টুয়েন্টি ফোর’ টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি ফেরদৌস করিম আখঞ্জী বাংলাদেশে সামাজিক এবং ক্রীড়াংনের সাথে জড়িত ছিলেন। তিনি সাবেক একজন কৃতি ক্রীড়াবিদ। তিনি জাতীয় ক্রিকেট সিলেট বিভাগীয় দলের প্রাথমিক সদস্য ছিলেন। হবিগঞ্জ জেলা দলের , ফুটবল ক্রিকেট এবং টেবিল টেনিস দলের সাবেক খেলোয়াড়। তিনি ২০০৪ সালে ক্রিকেট ফুটবল থেকে অবসর নেন। ২০০৭ সালে হবিগঞ্জ জেলা ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। হবিগঞ্জে তিনি একজন জনপ্রিয় সামাজিক ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তিনি হবিগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যান সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা। ২০০০ইং থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ওই সংগঠনের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন হবিগঞ্জ রোটারেক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ২০০০-২০০৪ সাল পর্যন্ত দুইবার সেক্রেটারি এবং ২০০৪ সালে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০০৭ থেকে ২০০৯ সাল ইংল্যান্ড আসার পুর্ব পর্যন্ত হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি শিক্ষা মুলক সামাজিক সংগঠন ‘আতুকুড়া সুবিদপুর শিক্ষা কল্যান সমিতি প্রতিষ্টা করেন। ওই সমিতির প্রতিষ্টাতা সভাপতি হিসেবে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন করেন।
ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন (ইপিবিএ) র কেন্দ্রীয় কমিটির সহসমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি আয়েবাপিসি’র প্রতিষ্ঠাতা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফেরদৌস করিম আখঞ্জী ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক আহবায়ক।