নাজমুল হোসেন লন্ডনে এসেই কাজের পাশাপাশি শুরু হয় তার সাংবাদিকতা জীবন।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মসূত্রে বসবাস। পড়াশুনার পাশাপাশি স্থানীয় সাপ্তাহিক ঠিকানা পত্রিকায় স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন ২০০১ সালে।পরবর্তীতে সিলেট সুরমা, শ্যামল সিলেট পত্রিকায় কাজ করেন। ২০০৬ সাল থেকে দৈনিক মানব জমিন পত্রিকার কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন এবং তিনবার সেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হন।
২০০৯ সালে লন্ডন পাড়ি দিলে কাজের পাশাপাশি সেইখানে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকায় কাজ করেন। ২০১২ সালে চলে আসেন ইতালি। ইতালিতে আসার পরে বাংলাদেশের বিভিন্ন অনলাইন পত্রিকার পাশাপাশি বিশ্বের অনেক অনলাইন পত্রিকায় ইতালি প্রতিনিধি হিসেবে কাজ করেন। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত লন্ডন ভিত্তিক টিভি চ্যানেল এনটিভি এর মিলান প্রতিনিধি হিসেবে কাজ শুরু করি। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ডিবিসি চ্যানেল এর মিলান প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৮ থেকে ২০২০ পর্য চ্যানেল এস ইউকের মিলান রিজিওনাল প্রতিনিধি হিসেবে কাজ করি। ২০২০ বর্তমানে লন্ডন এটিএন বাংলা টিভির ভেনিস প্রতিনিধি হিসেবে কাজ করছি।
আমার মিলান বার্তা নামে একটি অনলাইন পত্রিকা চালু রয়েছে। প্রথমে মাসিক এবং পরবর্তীতে সাপ্তাহিক ভাবে এই পত্রিকা মিলানে প্রিন্ট আকারে প্রকাশিত হয়েছে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত। বর্তমানে শুধু অনলাইন চলছে। আমি এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করছি।
Reaching in London Nazmul Hossain started his journalist carrier along with his regular job.
He was born on Kulaura Upazil of Maulavibazar District under the Sylhet Division. In 2001, he started his journalist career as a sports reporter of local weekly Thikana along with his education. Later he worked for Sylhet Surma, Samal Sylhet. In 2006, he joined on Daily Manab Jamin as the Kulaura correspondent and he was awarded as the best upazila correspondent for thrice.
In 2009, when he went to England, he worked on a Bangladesh weekly paper along with his regular job. In 2012, he came to Italy. After coming in Italy, he joined on several online papers of the world along with several Bangladeshi online news papers as the Italy correspondent. He worked as Milan correspondent of NTV, a TV channel based on London from 2013-2016. From 2017 to till today, he is working as Milan correspondent of DBC, a Bangladeshi TV channel. He worked for Channel S UK as a regional correspondent from 2018 to 2020. Currently in 2020, he is working as a Venice correspondent of London ATN Bangla TV.
He runs an online news agency named Milan Barta. At first it was published in a month, later it was published as weekly paper from 2016 to 2018. Currently it is publishing only in online. He is working as the editor and publisher of this paper.