জন্ম বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার, চুনারুঘাট উপজেলায়। ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির গ্রীণ সিটি আল-আইন শহরে পাড়ি জমান।সেখানে একটি বেসরকারি কোম্পানির সুপারভাইজার হিসেবে নিযুক্ত হন।দীর্ঘদিন চাকরি করার পর নিজের একটি প্রতিষ্ঠান চালু করেন “জিয়াউল হক বিল্ডিং মেইনটেন্যান্স এল.এল.সি”। সফলতার সাথে দীর্ঘদিন ব্যবসা – বাণিজ্য করেন।২০১৪ সালে আজকের পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি হিসেবে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেন।২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ইউরো বাংলা টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাতের সহ-অর্থ সসম্পাদক এর দায়িত্ব পালন করেন।

২০২১ সালে ইউরোপের স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে পাড়ি জমান। বর্তমানে তিনি আর টিভি, প্রথম আলো এবং ইউরো- বাংলা টেলিভিশনের স্পেন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার নিজ উপজেলার বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে ২০১৯ সালে চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে তিনি চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন এবং উপজেলার দরিদ্র মানুষের মাঝে গ্রুপের সদস্যদেরকে নিয়ে আর্থিক সহায়তা সবসময় দিয়ে থাকেন।তিনি ভ্রমণ করতে অনেক পছন্দ করেন,ইতিমধ্যে তিনি এশিয়ার অনেক দেশ ভ্রমণ করেছেন এবং ইউরোপের অনেক দেশ ভ্রমণ করতে শুরু করেছেন।